ঝালকাঠিতে ঊর্ধ্বমুখী মাছের দাম

ঊর্ধ্বমুখী মাছের দাম
এখন জনপদে , কাঁচাবাজার
বাজার
0

সরবরাহ কম থাকায় ঝালকাঠি বাজারে মাছের দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা যায় মাছের বাড়তি দামের এ চিত্র।

ঝালকাঠিতে আজকের বাজারে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে, মাঝারি সাইজের ইলিশ ১০০০ থেকে ১২০০ টাকা আর বড় সাইজের প্রতি কেজি ইলিশ ২৫০০ থেকে ২৬০০ টাকায়।

অন্যদিকে তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকায়, চাষের শিং ৪০০ থেকে ৪৫০ টাকা, পাঙ্গাশ মিলছে ২০০ থেকে ২৫০ টাকায়। এদিকে পোয়া মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ৩৫০ টাকা আর বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ ৭০০ থেকে ১১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন:

মাছ বিক্রেতারা জানান, বর্তমানে রেণু থেকে পোনা উৎপাদনের মৌসুম হওয়ায় বাজারে চাষের মাছের সরবরাহ কমে গেছে। দেশিয় প্রজাতির মাছও একেবারেই নেই। ফলে বাজারে বাড়তি দামে মাছ বিক্রি করতে হচ্ছে।

বাজারে প্রতিদিন মাছের দাম বৃদ্ধি পাওয়ায় হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। তাই দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান ক্রেতারা।

ইএ