চট্টগ্রামে সরবরাহ বাড়ার পাশাপাশি কমেছে দেশি পেঁয়াজের দাম

চট্টগ্রাম
চট্টগ্রামের পাইকারি বাজারের ছবি
কাঁচাবাজার
বাজার
0

চট্টগ্রামে ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে সরবরাহ বাড়ার পাশাপাশি কমেছে দেশি পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে ৬-৭ টাকা পর্যন্ত কমেছে দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পাবনা, কুষ্টিয়া ও ফরিদপুর থেকে বিভিন্ন জাতের পেঁয়াজ আসছে।

প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজের গাড়ি ঢুকেছে খাতুনগঞ্জের বাজারে। যার ফলে দামও নিম্নমুখী রয়েছে।

আরও পড়ুন:

বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৬ টাকায়। এক সপ্তাহ আগে সেই পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭২ টাকায়। যদিও বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ একেবারেই কম।

ব্যাপারীর বলছেন, দেশে পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত থাকায় ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রয়োজন নেই।

তবে মাঝখানে অসাধু ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিলে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। তবে বর্তমানে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

সেজু