সাপ্তাহিক ছুটির দিনে নেত্রকোনার সবজির অন্যতম বড়বাজার মেছুয়া বাজারে সকাল থেকে সবজি নিয়ে আসতে শুরু করেন বিক্রেতারা। বিশেষ করে বর্ষার এ সময় স্থানীয় ভাবে উৎপাদিত হয় সবজি কম থাকায় বাহিরে সবজিতেই চাহিদা পূরণ করেন বিক্রেতারা।
আরও পড়ুন:
আজকের পাইকারি বাজারে কেজি প্রতি বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০, কাঁকরোল ৪০ থেকে ৫৫ টাকা, মুলা ৪৫ থেকে ৬০ টাকা পর্যন্ত। এদিকে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম সবজিও। এর মধ্যে সিম ১৫০ টাকা, ফুলকপি ৯০ থেকে ১০০ ও টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা ও ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
বিক্রেতারা বলছেন, স্থানীয় সবজি উঠতে আরও ২০ থেকে ২৫ দিন সময় লাগায় বাজারে সবজির দাম কমতে কিছুটা সময় লাগবে।আর ক্রেতারা বলছেন বেশিরভাগ সবজির দাম ৫০ থেকে ৭০ টাকা থাকায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতাদের বাজার ধরে হিমশিম খেতে হচ্ছে।





