রাজধানীর আবহাওয়া শীতল হলেও উত্তাপ কারওয়ান বাজারে। ভরা মৌসুমেও কমছে না সবজির দাম।
প্রকারভেদে অধিকাংশ সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। এখনও একশ'র ঘরে কাঁচা মরিচের দাম। বাড়তি টমেটোর দর। মশলার বাজারেও ঊর্ধ্বগতি।
বিক্রেতারা জানান, কোনো সবজির দাম কমেনি। সব সবজির দাম বেশি। কুয়াশার জন্য হয়তো তারা সবজি তুলতে পারে না। সব সবজি বেশি দাম দিয়ে সব সবজি কিনতে হচ্ছে তাদের। বাজারে মসলার দামও বেড়েছে। এক কেজি মসলা বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। লবঙ্গ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। পেস্তা বাদাম, কাঠ বাদাম এগুলো শীত মৌসুমে চলে বেশি এগুলোর দামও তাই বেশি বলে জানান বিক্রেতারা।
এদিকে, ডিম ও বয়লারের দাম স্থির থাকলেও কেজিতে কিছুটা বেড়েছে গরু ও খাসির মাংসের দাম।
ডিম বিক্রেতারা বলেন, ‘সবজির দাম কম থাকলে ডিমের দাও কম থাকে। এটি কাঁচামাল এগুলোর দাম ওঠা-নামা করে।’
মুরগি বিক্রেতাদের একজন বলেন, ‘গত সপ্তাহের থেকে ১০ থেকে ১৫ টাকা বেশি মুরগির দাম।’
আরও পড়ুন:
বাজারের এমন পরিস্থিতিতে অনেকটাই হতাশ ক্রেতারা। বাজারে সিন্ডিকেটের প্রভাব নিয়ে ক্ষুব্ধ তারা।
ক্রেতাদের একজন বলেন, ‘বাজারের পরিস্থিতি অনেক উচ্চপর্যায়ে চলে গেছে এখন যে বাজারের পরিস্থিতি আসলেই মাথা ঘুরে যায়।’
অন্য আরেকজন ক্রেতা বলেন, ‘বাজারে কিছু সিন্ডিকেট আছে। সেই সিন্ডিকেট ভাঙতে হবে। সরকারের নজরদারি আরও বাড়াতে হবে।’
নিত্যপণ্যের এমন ঊর্ধ্বগতি দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন ক্রেতারা।





