অন্যান্য ঋতুতে তেমন আয়োজন করে পোশাক কেনা না হলেও এই ঋতুতে পোশাক কেনার ধুম পড়ে যায়।
ক্রেতারা জানান, 'শীতের ওপর নির্ভর করে পোশাক কিনব, কারণ ঢাকায় খুব বেশি শীত হয় না। শীতের শুরুতে এখন বাচ্চাদের জন্য পাতলা কিছু কিনতে আসছি।'
একজন বিক্রেতা বলেন, 'ছেলে মেয়ে উভয়ের জন্য এ বছর শীতের পোশাক ভালো আসছে।'
শীতকালীন পোশাকের এ আয়োজনে হালকা এবং তীব্র শীতে পরার জন্য পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইনের জ্যাকেট, হুডি, ওভারকোটসহ নানা ধরনের সোয়েটার।
শুধু ব্র্যান্ডের দোকানে নয়, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতেও শীতের পোশাক কিনতে মানুষের ভিড় দেখা যায়।
কয়েকজন ক্রেতা বলেন, গ্রাম অঞ্চলে শীত বেশি হয় সেজন্য আমাদের কাছে জ্যাকেটটাই ভালো। শীত এখনও পুরোপুরি পড়েনি কিন্তু রাতে ঠান্ডা লাগে সেজন্য পাতলা কিছু কিনতে আসছি।
মান ভেদে ৪০০ টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকায় মিলছে এসব পোশাক। যদিও মৌসুমের শুরুতে দাম বেশি নেয়ার অভিযোগ করছেন ক্রেতা।
বিক্রেতারা বলেন, 'এখনো শীত না পড়ায় আমাদের বেশি বিক্রি নেই। একটা শৈত্যপ্রবাহ বা ঠান্ডা বাড়লে বিক্রি ভালো হবে।'
ক্রেতা বিক্রেোতাদের সাথে কথা বলে জানা যায়, এখনো পুরোপুরি জমে উঠেনি শীতের কেনাকাটা, নভেম্বরের শেষে বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের ।