রোববার(১৯ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনকানুন, বিধি- বিধান ও প্রস্ততিসহ সার্বিক বিষয়ে কমিশনের কাছে জানতে চায় প্রতিনিধি দলটি৷ এসময় প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির সার্বিক বিষয়ে তাদের অবগত করেন।
২২ তারিখ পর্যন্ত কমনওয়েলথের প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের ৪ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকায় অবস্থান করবেন এবং বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন। পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা।