কৃষির ন্যায্যমূল্য নির্ধারণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কৃষি
দেশে এখন
0

কৃষির ন্যায্যমূল্য নির্ধারণে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আজ (শুক্রবার, ১৯ এপ্রিল) সকালে গণভবনে কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি সংগঠন বাংলাদেশ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময়ে এদিন সকালেই নেতা-কর্মীরা আসেন সরকারপ্রধানের সরকারি বাসভবনে।

শুক্রবার সকালের এই আয়োজনে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হন তখন শ্লোগানে মুখর হয়ে ওঠে সভাকক্ষ। এর পরই দলীয়প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতারা।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই কৃষির প্রতি বঙ্গবন্ধুর অনুরাগের কথা তুলে ধরেন। এ সময় তিনি জানান, দেশের কৃষিতে সমবায় ব্যবস্থার বিকল্প নেই। আওয়ামী লীগ সবসময় নায্যমূল্য নির্ধারণে কাজ করে যাবে।

শেখ হাসিনা বলেন, 'একটি বাড়ি একটি খামারকে এখন বলা হয়, আমার বাড়ি আমার খামার। এটাও একটা সমবায় করে পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। আমরা যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি, আর এভাবে চাষ করে যান্ত্রিকীকরণ করতে পারি, তাহলে এই মেশিনগুলো কেনা থাকবে, সমবায়ের অধীনে থাকবে। যে যখন ব্যবহার করবে, তেলের দামটা দিয়ে ব্যবহার করবে।'

এ সময় প্রধানমন্ত্রী বিএনপিকে সমালোচনা করে বলেন, ‘দলটি মিথ্যা কান্নাকাটি করছে আর বলছে এত লাখ লোক তাদের বন্দি। আমাদের সারাদেশে যত জেলখানা আছে, সেখানে যে ধারণক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলছে, তাদের লোক যদি ভরা থাকে তাহলে তো অন্য কোনো অপরাধী আর নেই। তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধীই বিএনপির অপরাধী।'

দেশের কৃষি খাতের অর্জনকে ধরে রাখার জন্য কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় সবাইকে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান সরকারপ্রধান।

এসএস