'যেকোনো দলের স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে'

দেশে এখন
0

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা-নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন । সবাই সুষ্ঠু বিচার পাবে বলেও উল্লেখ করেছেন তিনি।

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, 'যেকোনো দলের স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে।'

শেখ হাসিনার ভারতে অবস্থান ও তার বক্তব্য নিয়ে ড. ইউনূস বলেন, 'তিনি ভারতে শুধু আশ্রয় নেননি, বরং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। যা বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।'

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক কেমন হবে এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা জানান, ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পারবেন বলে তিনি আত্মবিশ্বাসী। জানান, বাংলাদেশ সাহায্য চায় না, একজন ব্যবসায়িক অংশীদার চায়।

এসএস