মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে: ড. ইউনূস

দেশে এখন
0

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আশা, আন্তর্জাতিক আইন মেনে হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত। এজন্য দেশটির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় আছে ঢাকা। এছাড়া সাক্ষাৎকারে কথা বলেছেন আয়নাঘর, টিউলিপ সিদ্দিক, জুলাই আন্দোলনে হতাহতদের ন্যায়বিচার, রোহিঙ্গা সংকটসহ নানা ইস্যুতে।

ছয় মাস আগে জনতার রোষে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিন্নমতের কারণে নির্যাতন, গুম, খুন, আয়নাঘরখ্যাত গোপন বন্দিশালায় বিনাবিচারে আটকে রাখা এবং জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবার ব্রিটেন-ভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে জানালেন, মানবতাবিরোধী অপরাধের জন্য সপরিবারে শেখ হাসিনা এবং তার সহযোগীদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

এটা নিয়ে সরকারের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে বলেও জানান তিনি। বিরোধী মত দমনে শেখ হাসিনা তার অনুগত ও প্রশাসনের লোকদের ব্যবহার করেছেন বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে ফেরত চেয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে দেশটি এখনও এ নিয়ে কিছু জানায়নি। সাক্ষাৎকারে ড. ইউনূস আশা করেন আন্তর্জাতিক আইন মেনে হাসিনাকে ফেরত দেবে ভারত।

জুলাই আন্দোলনে হতাহতদের ন্যায়বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে ড. ইউনূস বলেন, 'অন্তর্বর্তী সরকারের আমলে সবার বিচার করা না গেলেও কিছু বিচার অবশ্যই হবে।'

এছাড়া দেশজুড়ে গোপন বন্দিশালা বা আয়নাঘর, যুক্তরাজ্যে দুর্নীতির অভিযোগে চাপের মুখে পদত্যাগ করা সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।

এসএস