‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে স্লোগানে সোচ্চার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, আদালত পাড়া, সড়ক-মহাসড়কগুলো। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আবারো সড়কে নেমে এসেছে শিক্ষার্থীরা।
চোখে কালো পতাকা হাতে ও হাতে ধর্ষণ বিরোধী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এসময় দ্রুত আইনশৃঙ্খলার উন্নতি, ধর্ষকের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। অল্প সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
একই দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এসময় নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। পরে প্রতীকী ফাঁসি কর্মসূচি করেন শিক্ষার্থীরা।
তনু থেকে ৮ বছরের শিশু সব ধর্ষণ ও হত্যার ঘটনার বিচারের দাবিতে থেমে নেই কুমিল্লায়। সকালেই রাস্তায় নেমে আসে ভিক্টোরিয়া কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে পদযাত্রা নিয়ে কুমিল্লা পুলিশ লাইনসের দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা।
ধর্ষণের সাথে জড়িতদের শাস্তির দাবিতে ময়মনসিংহের টাউনহলের মুক্ত মঞ্চে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
৮ বছরের শিশু ধর্ষণের জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মাগুরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা জজ আদালত চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চারজনকে আজ আদালতে হাজির করার কথা রয়েছে।