পুলিশের সাথে অসদাচরণ, কারাগারে সেই যুবদল কর্মী

মানিকগঞ্জ
এখন জনপদে
দেশে এখন
0

মানিকগঞ্জ শহরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি দেয়ার অভিযোগে আটক হওয়া যুবদল কর্মী মো. ফজলুল করিম শামীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ (সোমবার, ১৭ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল (রোববার, ১৬ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, যানজট নিরসনে শহীদ রফিক সড়কে একমুখী (ওয়ানওয়ে) যান চলাচলের নিয়ম চালু করা হয়েছে।

গতকাল সন্ধ্যার দিকে ওই সড়কের উত্তরা ব্যাংকের কাছে রিকশাচালককে শামীম উল্টো পথে যেতে বলেন। এ সময় সেখানে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল শাহিন আলম বাঁধা দিলে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে শামীম ট্রাফিক পুলিশ শাহিন আলমকে মারধরের হুমকি দেন। পরে ঊর্ধ্বতন ট্রাফিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তাকে আটক করে সদর থানায় সোপর্দ করেন।

এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল শাহিন আলম বাদী হয়ে শামীমের বিরুদ্ধে মারধর, সরকারি কাজে বাঁধা এবং হুমকির অভিযোগে মামলা করেন।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবদুল হামিদ খান বলেন, 'শামীম নামের এক যুবক দায়িত্বরত ট্রাফিক কনস্টেবলকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং মারধরের হুমকি দেন। তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়।'

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ্ জানান, 'সরকারি কাজে বাঁধা, ট্রাফিক পুলিশের সাথে অসদাচরণ ও হুমকির অভিযোগে মামলা হয়েছে। আসামি শামীমকে আদালতের মাধ্যমে বিকালে কারাগারে পাঠানো হয়েছে।'

এসএস