রাতে শাহবাগে ফুলের দোকানে আগুন

দেশে এখন
0

আগুনে পুড়লো রাজধানীর শাহবাগ মোড়ের ফুলের দোকান। গতকাল (শনিবার, ৫ এপ্রিল) রাত ১০টার দিকে সিলিন্ডার ও বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

মূলত কি কারণে আগুনের সূত্রপাত হয় সেটা নির্দিষ্ট করে না জানালেও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানিয়েছেন, বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ ও কিছু বৈদ্যুতিক তার থেকে আগুনের সুত্রপাত ঘটে। 

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শাহবাগ ফুল মার্কেটে একসাথে সাত থেকে আটটি দোকান পুড়ে গেছে। ফুলের দোকানে ক্ষয়ক্ষতি খুব বেশি না হলেও কিছু কাপড়ের দোকানে ব্যাপক ক্ষতিসাধন হয়। 

আগুন নিয়ন্ত্রণে আসলেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্য।


এসএইচ