‘বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন সম্ভব নয়’

রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার
রাজনীতি
দেশে এখন
0

বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার। আজ (শুক্রবার, ১৮ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় সংস্কৃতি, প্রেক্ষিত নতুন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয়।’এসময়, ছাত্র জনতার গণঅভ্যুত্থান বিপ্লবে পরিণত হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন বাংলাদেশের জন্য প্রয়োজন একটি গঠনতন্ত্র, সংবিধান নয়।

গত চৈত্র সংক্রান্তির ও নববর্ষের দুই উৎসব পালন করে সরকার দেখিয়ে দিয়েছে সাংস্কৃতিক ঐক্য। সংবিধান সংস্কার না করায় সমালোচনা করেন সরকারের। বলেন সরকারের প্রতি সবসময় সমর্থন থাকবে ছাত্র জনতার। কিন্তু বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে জানান তিনি।

এএইচ