কার্যক্রম পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি জানান, সিটি করপোরেশনের আওতায় না থাকলেও জনস্বার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে।
দক্ষিণ সিটির প্রশাসক আরও জানান, যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা সিটি করপোরেশনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
এদিকে ডেঙ্গুর প্রকোপ কমাতে আগামী শুক্রবার (২৫ এপ্রিল) থেকে সিটি দক্ষিণ করপোরেশনের ১০টি জোনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম শুরু করা হবে বলেও জানানো হয়।