তিনি বলেন, ‘দেশ গঠনে রাজনৈতিক বক্তব্য পরিহার করে গঠনমূলক আলোচনা এবং আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার দিকেই জোর দিতে হবে।’
আইন উপদেষ্টা বলেন, ‘বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও, সে বাস্তবতা মেনেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে বিচারকদের। আগের সরকারের সময় প্রশিক্ষণ ইনস্টিটিউটে রাজনৈতিক বক্তব্যের প্রভাব থাকলেও, এখন এই প্রতিষ্ঠানকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে উপমহাদেশের অন্যান্য দেশ থেকেও প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসতে আগ্রহী হয়।’
অনুষ্ঠানে বিচারকদের কোনো ধরনের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি বলা হয়, সুবিধা না থাকলেও দায়িত্ব পালনে পিছপা হওয়া যাবে না।
এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া ১৭ বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করার সুপারিশ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘আট মাসেও মামলার ১৬৪ ধারার জবানবন্দি প্রত্যাহার না হওয়া উদ্বেগজনক।’ তিনি বলেন, ‘তদন্ত শেষ না হলে আইন মন্ত্রণালয়ের পক্ষে কিছু করাও সম্ভব নয়।’