প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাবেক কূটনীতিক সুফিউর

মোহাম্মদ সুফিউর রহমান
দেশে এখন
0

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। আজ (রোববার, ২০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে মোহাম্মদ সুফিউর রহমানকে নিয়োগ দান করেছেন।

রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ৩বি (আইআইএ) অনুযায়ী, প্রধান উপদেষ্টাকে সহায়তা দিতে মোহাম্মদ সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ আছে, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি। সুইজারল্যান্ডে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্বও পালন করেছেন সুফিউর রহমান। বিসিএস ৯ম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা মোহাম্মদ সুফিউর রহমান পেশাদার কূটনৈতিক হিসেবে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

এসএস