নতুন পৃথিবী তৈরির স্বপ্ন দেখতে তরুণদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
দেশে এখন
0

আত্মবিধ্বংসী সভ্যতা থেকে বেরিয়ে এসে একটি নতুন পৃথিবী তৈরির স্বপ্ন দেখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ২৪ এপ্রিল) দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে 'তিন শূন্য' তত্ত্বের ওপর আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারপ্রধান।

প্রধান উপদেষ্টা বর্তমান প্রজন্মকে বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে উল্লেখ করেন।

কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'মেধাকে যথাযথ কাজে লাগাতে কল্পনা শক্তির ব্যবহার করতে হবে।'

বর্তমান সভ্যতাকে আত্মবিনাশী আখ্যা দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, 'এ সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে।'

আরো পড়ুন:

এসময় পৃথিবীজুড়ে কার্বন নিঃসরণ, দারিদ্র্য এবং বেকারত্ব শূন্যে আনতে তুরুণদের প্রতি আহ্বান জানান তিনি।

এসএইচ