ফরহাদ মজহার বলেন, 'গণঅভ্যুত্থানের পর যে সরকার ক্ষমতায় এসেছে, আমরা মনে করি এ সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম তেমন করে হয়নি। এবং গণঅভ্যুত্থানের তার যে পূর্ণ ক্ষমতাসম্পন্ন একটা সরকার দরকার ছিল সেটা আমরা পাইনি। না পারার ফলে আমরা অনেক কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং জনগণকে গণঅভ্যুত্থানের সুফল পৌঁছিয়ে দেয়ার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি।'
তিনি বলেন, 'আমরা ড. ইউনূসকে বলতে চাই যে, তার যে সীমাবদ্ধতা এবং বাংলাদেশের রাজনীতির যে সীমাবদ্ধতা, এটা আমরা বুঝতে পারি এবং আমরা তার সঙ্গে অবশ্যই ১০০ ভাগ রয়েছি। কিন্তু কিছু কিছু কাজ তাকে অবিলম্বে শুরু করতে হবে। এখানে কোনোরকম টালবাহানর সুযোগ নেই।'
তিনি আরও বলেন, 'প্রতিটি জীবের পানি দরকার, শহরের মোড়ে মোড়ে জনগণকে বিনামূল্যে নিরাপদ পানির নিশ্চয়তা দিতে হবে। যারা পানি নিয়ে ব্যবসা করে তারা আন্তর্জাতিক বাজারে মানুষ বেঁচে।'
অনতিবিলম্বে পানি সুরক্ষার বাস্তবায়নের না হলে পানি মিছিল যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কবি ও ভাবুক ফরহাদ মজহার।
এসময় উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতারা জানান, যাদের টাকা আছে তারা পানি কিনে খান, কিন্তু শহরের পয়সাবিহীন মানুষরা কী করবে, কোথা থেকে পানি খাবে।
বোতলের পানির মূল্য নিয়ে সমালোচনা করেন তারা। প্রশ্ন তোলেন যে, এতে কী আছে যে আধা লিটার পানি ২০ টাকা হতে হবে। সেজন্য বর্তমান সরকারকে শ্রমজীবী মানুষকে নিয়ে মানবিক প্ল্যাটফর্ম গড়ে তোলারও আহ্বান জানায় বক্তারা।