নজরুল ইসলাম খান বলেন, ‘বিজয়ের মূলমন্ত্র জনগণের হৃদয় জয় করা। জনগণের মন জয় করেই আগামী নির্বাচনে বিজয়ী হবে বিএনপি।’
নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দীর্ঘ লড়াইয়ের ফসল পূর্ণতা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।’ জনগণ মনঃক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশও দেন বিএনপি নেতা।
ময়মনসিংহ জেলা দক্ষিণ, উত্তর ও মহানগর বিএনপি আয়োজিত বিজয় মিছিলটি টাউনহলের সামনে থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউনহল মাঠে জড়ো হয়।
এতে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, মহানগর মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামসহ আরও অনেকে।