বিসিএস ভাইভাতে ২০০ নম্বর রাখা অযৌক্তিক: নুরুল হক নুর

রাজুতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর
দেশে এখন
0

পিএসসির নিয়োগ পরীক্ষার (বিসিএস) ভাইভাতে ২০০ নম্বর রাখা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পিএসসি সংস্কারের দাবিতে আজ (শনিবার, ২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচিতে অংশ নিয়ে নুরুল হক নুর বলেন, 'সরকারি বিভিন্ন নিয়োগে অস্বচ্ছতা রয়েছে, তা স্বচ্ছ করতে হবে। এখনও সরকারি প্রতিষ্ঠানগুলোতে গোপনে দুর্নীতি হচ্ছে।'

শিক্ষার্থীদের সমর্থন নিয়ে নেতা তৈরি হয়, সরকার গঠন হয়। তারপরও যৌক্তিক অধিকার আদায়ের জন্য শিক্ষার্থীদের রাস্তায় নামতে হয়, যা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

এসময় প্রতিটি পরীক্ষা এক বছরের মধ্যে শেষ করার দাবি জানান তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিসিএসের ভাইভার নম্বর ১০০ থেকে কমিয়ে ৫০ করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

আরো পড়ুন:

বেশ কয়েকদিন ধরেই ৪৬তম বিসিএস‌‌‌'র লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করা, প্রশ্নফাঁস রোধ, কমিশনের সদস্যদের সংখ্যা ২৫ থেকে ৩০ জনে উন্নীত করাসহ ৮ দফা দাবি করে আসছেন পিএসসি সংস্কার আন্দোলনকারীরা।


এসএইচ