'নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়; কখন হবে, তা জনগণ নির্ধারণ করবে'

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সাথে বৈঠকে বিএনপি
দেশে এখন
0

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কখন হবে, তা জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (শনিবার, ২৬ এপ্রিল) বিএনপির সাথে ঢাকা সফরত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে একথা বলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।

শনিবার সন্ধ্যায় ঢাকার এক পাঁচ তারকা হোটেলে ঢাকা সফরত চিনা কমিউনিস্ট পার্টির আট সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন সাত সদস্যের বিএনপির প্রতিনিধি দল। যেখানে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে বের হয়ে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত বলেন, 'বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেছে ঢাকা সফরত চিনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা।'

আর বিএনপি মহাসচিব জানান, কমিউনিস্ট পার্টির সাথে তাদের সম্পর্ক পুরনো। গত ১৫ বছর শেখ হাসিনা সরকার এই সম্পর্ক রাখতে দেয়নি। এখন আবার নতুন করে সম্পর্ক জোরদার হচ্ছে বলেও জানান তিনি।

বৈঠকে চীনা প্রতিনিধি দলকে নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-পরিচালক চেন জুয়ানবো।

এসএস