সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য সীমিত পরিসরে ভোটিং সিস্টেম চালু করতে চায় ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
দেশে এখন
0

১৫ মের মধ্যে রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের বিষয়ে মতামত দিতে আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের ভোটের সুযোগ রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও বাংলাদেশে প্রবাসী ভোটিং সিস্টেম চালু করতে চায় কমিশন। একইসাথে এবার সীমিত পরিসরে হলেও প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনতে কাজ করছে কমিশন।

আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) সকালে নির্বাচন ভবন অডিটরিয়ামে ‘প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন’ সেমিনারের উদ্বোধনী সেশনে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘প্রবাসীদের ভোট নিশ্চিত করা আমাদের জাতির কাছে ওয়াদা। প্রধান উপদেষ্টাও এই ওয়াদা করেছিলেন। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা প্রবাসীদের ভোটের সিস্টেম বের করার চেষ্টা করছি।’

দিনব্যাপী সেমিনারে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংবাদমাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ প্রায় ১০০ জন উপস্থিত রয়েছেন।

সেজু