ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে বেইলি রোডের আগুন

বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে
দেশে এখন
0

রাজধানীর বেইলি রোডে সিরাজ টাওয়ারের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (সোমবার, ৫ মে) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। ভবন থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৭ জন, মহিলা ৯ জন ও শিশু ২ জন।

ফায়ার সার্ভিস জানায়, বড় ক্ষতির হাত থেকে ভবনটিকে রক্ষা করা সম্ভব হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ১০টি ইউনিটের মাধ্যমে। ভিকটিম সবাইকে নামিয়ে আনা হয়েছে। গ্রীন কজি কটেজের মতো ভয়াবহতা থেকে বাঁচানো গেছে ভবনটিকে।

ফায়ার সার্ভিস আরো জানায়, আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট জানা যায়নি। সিলিন্ডার ছিল, জেনারেটর ছিল। ধারণা করা হচ্ছে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনের ফায়ার সেফটি তদন্ত করা হবে বলেও জানানো হয়।

আরো পড়ুন:

এর আগে একইদিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ১০ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। এরপর আরো ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এএইচ