অসুস্থ মাকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান

ডা. জোবাইদা রহমান
দেশে এখন
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান তার অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়েছেন। আজ (মঙ্গলবার, ৬ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালে প্রবেশ করেন।

ডা. জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু অসুস্থ অবস্থায় গত কয়েকদিন ধরে রাজধানীর পান্থপথ এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে, আজ সকাল ১০টা ৪৩ মিনিটে শাশুড়ি, বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান।

দীর্ঘ ১৭ বছর ধরে স্বামী তারেক রহমানের সঙ্গে প্রবাস-জীবন কাটানোর কারণে মাকে সশরীরে দেখতে পারেননি জোবাইদা রহমান। ১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন তিনি।

জানা গেছে, জোবাইদা রহমানের মা ইকবাল মান্দ বানু গত ২ মে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল-রোগে ভুগছেন।

সৈয়দা ইকবাল মান্দ বানু ‘সুরভী ফাউন্ডেশনের’ মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছেন। এজন্য তিনি ‘স্বাধীনতা’ পদকও পেয়েছেন।—বাসস

এসএস