জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা আজ

শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও আইজিপি মামুন
দেশে এখন
0

শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন জমা হবে আজ (সোমবার, ১২ মে)। আর এর মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে ট্রাইব্যুনালের বিচারের আনুষ্ঠানিকতা।

চিফ প্রসিকিউটরের কাছে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে আজ। পরে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গেল বছরের জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়।

এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এ নিয়ে দুটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন টিম।

সেজু