স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন।’
র্যাবের বিষয়ে তিনি বলেন, ‘র্যাবকে পুনর্গঠন করা হবে। এ বিষয়ে বৃহৎ আলোচনা হয়েছে তাদের পোশাক থেকে শুরু করে কর্মকাণ্ড নিয়ে। একজন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।’