ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ

শাহরিয়ার আলম সাম্য হত্যার তিন আসামি
শিক্ষা
দেশে এখন
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ (বুধবার, ১৪ মে) তাদের হাজির করা হলে এ আদেশ দেন আদালত।

এর আগে গতকাল (মঙ্গলবার, ১৩ মে) রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এসময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়।

আরো পড়ুন:

একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছে প্রশাসন। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এসএস