বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং ব্লকপদ বিলুপ্ত করে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দুই দফা দাবি উল্লেখ করে সংগঠনের সভাপতি মোহাম্মদ রেজোয়ান খন্দকার বলেন, ‘সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২২ ও ২৩ জুন দুই দিন সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।’
এরপরেও দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘বিচারকদের জন্য বিচারিক ভাতা, অবকাশ ভাতাসহ নানা সুযোগ সুবিধার বিধান থাকলেও বিচার সহায়ক কর্মচারীরা বঞ্চিত।’
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ কোর্টের নাজির সুমন হাওলাদারসহ সংগঠনের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।