তিনি বলেন, ‘ডিজিটাইজেশনের মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব।’ এসময় তিনি সোশ্যাল মিডিয়ায় নারীদের যেমন সুরক্ষা দেয়ার কথা তেমনটা না পারার কথা স্বীকার করে বলেন, ‘সাইবার স্পেস নারীদের জন্য নিরাপদ করতে তথ্য প্রযুক্তি বিভাগের কাজ করার সুযোগ আছে।’
এছাড়া বর্তমান সরকারের বড় অর্জনের মধ্যে ইন্টারনেট পাওয়াকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তুলে ধরেন।
জানান, ইন্টারনেট সেবা প্রান্তিক মানুষের কাছে সহজলভ্য করার জন্য ইন্টারনেটের দাম কমাতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসময় দুর্যোগের যোগাযোগ ও প্রযুক্তি অবিচ্ছিন্ন সেবা দিতে কাজ করার আহ্বান জানান তিনি।