মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মচারীদের আন্দোলন স্থগিত

মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-কর্মচারী
দেশে এখন
0

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের আশ্বাসে পাঁচ দফা দাবির আন্দোলন স্থগিত করেছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-কেয়ারটেকার ও কর্মকর্তারা। তবে দাবি মেনে না নিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এর আগে, পাঁচ মাসের বকেয়া বেতনসহ ৫ দফা দাবিতে আজ (শনিবার, ১৭ মে) সকাল ১০টা থেকে পরিকল্পনা কমিশনের সামনের সড়কের যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন তারা।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকেরা জানান, চাকরি স্থায়ীকরণ, রাজস্বখাতে অন্তর্ভুক্তি, বেতন বৃদ্ধির দাবিতে সারাদেশ থেকে এসেছেন তারা।

একইসাথে গত ঈদুল ফিতরের পাওনা বোনাস, ঈদুল আজহার বোনা ও ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে মাসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিও জানান তারা।

পরবর্তীতে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও সংশ্লিষ্টরা।

সেখানে মৌখিকভাবে পাঁচ দফা মেনে নেওয়ার আশ্বাস দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন মক্তকভিত্তিক শিক্ষকেরা।

সেজু