দলটির মুখপাত্র মোহাম্মদ ফারুক হাসান বলেন, ‘বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে হবে।’
বিক্ষোভকারীদের অভিযোগ, মোহাম্মদ এজাজ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নেতা ও এনসিপির প্রতিনিধি। এসময় সমাবেশের আয়োজক গণঅধিকার পরিষদের উত্তর শাখার নেতৃবৃন্দ ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে অবাঞ্ছিত ঘোষণা করে।
বক্তব্য আর স্লোগানে বিক্ষোভকারীরা আরো বলেন, ‘দেশ আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের যেমন জায়গা হয়নি, তেমনি জঙ্গিবাদেরও ঠাঁই হবে না। অন্তর্বর্তী সরকার কেবল একটি দলের কথা শুনে দেশ পরিচালনা করছে বলেও সমাবেশে অভিযোগ করা হয়।’