সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জড়ো হতে থাকে বিএনপি নেতা কর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। এসময় শাহবাগ, কাকরাইল, হাইকোর্ট রাস্তা বন্ধ হয়ে যায়।
একই সময় রাজধানীর কাকরাইল মোড়ে জড়ো হন ইশরাক সমর্থকরা। পরে, হেয়ার রোডের অংশে পুলিশের ব্যারিকেডের সামনে বসে অবস্থান নেন তারা। পাশাপাশি চলে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান।
কয়েকদিন আন্দোলন করার পরও কোনো সিদ্ধান্ত না আসায় যমুনার কাছাকাছি আসতে হয়েছে জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, যতক্ষণ পর্যন্ত বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না হবে ততক্ষণ কর্মসূচি অব্যাহত রাখবেন।
অবস্থান থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগও দাবি করেন ইশরাক সমর্থকরা। বলেন, গেজেট প্রকাশের পরও সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা পাচ্ছে না নগরবাসী। এদিকে, জলকামানসহ ডিএমপি ও এপিবিএন সদস্যদের সতর্ক উপস্থিতি দেখা যায় হেয়ার রোডে।