হাইকোর্টের রায়ে বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস

হাইকোর্টের রায়ে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস
আইন ও আদালত
দেশে এখন
0

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে রায়ের বৈধতা ও শপথ পড়ানো স্থগিত চেয়ে রিট খারিজ করার খবরে উচ্ছ্বাস ও মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে করা এ রিট আজ (বৃহস্পতিবার, ২২ মে) খারিজ করা হয়। এরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত বিএনপির নেতাকর্মীরা।

এসময় তারা আনন্দ মিছিল করেন ও স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তুলেন। তবে এখনই রাজপথ তারা ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন।  

ইশরাক সমর্থকরা জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে।

এদিকে, টানা অষ্টম দিনের মত চলছে এই আন্দোলন, আর চার দিন ধরে চলছে ব্লকেড কর্মসূচি। এ ছাড়াও নগর ভবনসহ আঞ্চলিক অফিসগুলোতে বন্ধ আছে নাগরিক সেবা।

এসএইচ