আজ (রোববার, ২৫ মে) সকাল থেকেই দেখা যায়, পাম্পগুলোতে তেল নিতে আসা যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছেন পাম্পের কর্মচারীরা।
তাদের দশ দফা দাবির মধ্যে অন্যতম, তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করা। বর্তমানে পাম্প মালিকেরা তেল বিক্রির কমিশন পান ৫.৯৮ টাকা।
বেসরকারি পাম্পগুলোতে পূর্ব ঘোষণা হওয়ার পরও অনেকেই না জানার কারণে তেল নিতে এসে ঘুরে যাচ্ছেন। আজ দুপুর ২টার পর আবার পাম্প খুললেও দাবি আদায় না হলে আরো বড় কর্মসূচির কথা চিন্তা করছেন পাম্প ও লরীর মালিকরা।