স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তত থাকতে বলা হয়েছে বিজিবিকে।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শিথিল হয়নি দাবি করে তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।’
এর আগে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের কারাগারগুলো হবে সংশোধনাগার। তাই বন্দিদের সঙ্গে আগের মতো বৈষম্য করা যাবে না, আইন অনুযায়ী সবাই তার প্রাপ্য সুবিধা পাবেন।’
কারারক্ষীদের প্রশিক্ষণ কোর্সে মোট ১৮ জন নবীন ডেপুটি জেলার তিন মাস ও ৫০৮ জন কারারক্ষী ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।