তথ্যবিবরণীতে জানানো হয়, মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের নেতাদের ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি বাতিল বিষয়ক বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদ সত্য নয়।
এতে আরো জানানো হয়, গতকাল মঙ্গলবার (৩ জুন) প্রকাশিত ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর গেজেটে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, মুজিবনগর সরকারের সকল সদস্য ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাবেন।
এর আগে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে গতকাল (মঙ্গলবার, ৩ জুন) রাতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। তবে কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা সনদও বাতিল করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।