জানা গেছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের ওপর পৌঁছালে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালুরঘাট ব্রিজে ট্রেন লাইন ও সড়ক একসাথে। ট্রেন আসলে দুই পাশে ব্যারিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করা হয়। আজ ট্রেন আসার সময় শহরের দিক থেকে এসব যানবাহন ব্রীজে ওঠে যায়।
এ সময় বিপরীত দিক থেকে ট্রেন এসে এসব যানবাহনকে চাপা দেয়। পরে ঘটনাস্থলে উদ্ধার কাজে স্থানীয় মানুষ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যোগ দেয়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।