রাত পোহালে ঈদুল আজহা। শেষ সময়ে তাই রাজধানীর হাটগুলোতে চলছে কোরবানির পশু বেচাকেনার ধুম। রোদ-কাদা মাড়িয়ে পরিবার, আত্মীয়-স্বজন নিয়ে অনেকেই এসেছেন হাটে। চাহিদার শীর্ষে ছোট আর মাঝারি আকারের গরু।
এদিকে ঈদের এক দিন আগে ক্রেতার চাপে গরুর সংকট দেখা দিয়েছে রাজধানীর হাটগুলোতে। গাবতলী হাটে ছোট-মাঝারি পশু রাখার নির্ধারিত জায়গাগুলো শুক্রবার সকালেই খালি হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে এসে কাঙ্ক্ষিত পশু কিনতে পারেননি অনেক ক্রেতাই।
বাড়তি চাহিদার চাপ সামাল দিতে হাটে আজও দেশের নানা প্রান্ত থেকে পশু আনা হচ্ছে। হাটে যেসব পশু রয়েছে, সেগুলোর দাম নিয়ে বিক্রেতাদের মধ্য রয়েছে মিশ্র প্রতিক্রিয়া তবে পছন্দসই গরু পেলে কিছু টাকা বেশি দিয়ে হলেও কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা।
তারা জানান, এখন আর দেখাদেখির সময় নেই। পছন্দ হলে বাজেটের আশপাশের দামে কিনছেন তারা। তবে অনেকেই অপেক্ষা করতে চান শেষ সময় পর্যন্ত।
এবার বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি ধরনের গরুর চাহিদা বেশি থাকলেও শেষ সময়ে এসে বড় গরুও বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা।