এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন ড. খলিলুর রহমান মাদানী এবং মুকাব্বির ছিলেন মো. আব্দুল হাদী। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী এবং মুকাব্বির ছিলেন মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাতে ইমামতি করেন ড. মুশতাক আহমদ। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মো. বিল্লাল হোসেন। চতুর্থ জামাতে ইমামতি করেন মুফতি মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির ছিলেন মো. আমির হোসেন। পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং মুকাব্বির ছিলেন মো. জহিরুল ইসলাম।
প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি-শৃঙ্খলা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাতে দুর্নীতি প্রতিরোধ, পারস্পরিক আন্তরিকতা বৃদ্ধি এবং আদর্শ সমাজ গঠনে সবার অংশগ্রহণ কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি দেশের অগ্রগতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও মুক্তির জন্যও প্রার্থনা করা হয়।—বাসস