দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশে এখন
0

দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি টিজি-৩৩৯ নামক একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইমিগ্রেশনে প্রায় দেড় ঘণ্টার নিয়মমাফিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাত ৩টায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হন তিনি। এসময় আবদুল হামিদের সাথে ছিলেন তার ছেলে ও শ্যালক।

গেলো মে মাসের ৮ তারিখ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি। 

আবদুল হামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে একটি হত্যা মামলা ছিল। গেল ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

এসএইচ