অনেকটা স্বস্তি ফিরেছে ভোলার জেলে পরিবারের মাঝে। ট্রলার মেরামত, জাল গোছানো, বরফ সংগ্রহ ও জ্বালানি মজুদের কাজে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। এদিকে, মাছ ধরার সব প্রস্তুতি শেষ করেছেন বরগুনার জেলেরাও।
সমুদ্রযাত্রার আগে অনেকেই ব্যস্ত জাল দড়ি গোছানো ও রসদ সরবরাহের কাজে। জেলেরা জানান, প্রণোদনাকালীন চাল বিতরণে বিলম্ব হওয়ায় নিষেধাজ্ঞার সময়ে অনেকটা মানবেতর দিন পার করতে হয়েছে তাদের।