স্থানীয়রা জানান, সকালে ভবনের নিচ তলায় একজন গৃহবধূ রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একাংশ ধসে পড়ে।
বিস্ফোরণ ও ধসে অন্তত ৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। অপর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।