আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় এ মতামত উঠে আসে।
আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশে ওয়েস্টমিস্টার সরকার ব্যবস্থা বিদ্যমান আছে। রাষ্ট্রপতি শাসিত কিংবা ফেডারেল সরকার ব্যবস্থায় ইলেকটোরাল কলেজ পদ্ধতি প্রাসঙ্গিক হলেও এক্ষেত্রে ইলেকটোরাল কলেজ ও গোপন ব্যালট অপ্রয়োজনীয়।’
অন্যদিকে, জামায়াতসহ অন্যান্য অধিকাংশ দল মনে করছে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার পরিবর্তন হলে রাষ্ট্রপতি মর্যাদা বাড়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে সহায়তা করবে।