‘নির্বাচনের কর্মপরিকল্পনা করা হয়েছে, তবে প্রকাশের সময় আসেনি’

এ এম এম নাসির উদ্দীন
দেশে এখন
0

নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা করা হয়েছে তবে তা প্রকাশের সময় আসেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। আজ (শনিবার, ২১ জুন) সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘আমাদের কর্মপরিকল্পনা করা হয়েছে। কিন্তু তা প্রকাশ করার জন্য না। নির্বাচনে ব্যাপারে সরকারের সাথে নিয়মিত কথা হচ্ছে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব না।’

এসএস