দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু, চিকনগুনিয়া এবং করোনার সংক্রম। এমন পরিস্থিতিতে রোগীদের চিকিৎসায় পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন বলছেন চিকিৎসকরা। অন্যদিকে ডেঙ্গুতে ভুল চিকিৎসায় মৃত্যুহার বাড়ছে বলছেন তারা।
বিএমইউতে করোনা, ডেঙ্গু ও জ্বরের সাম্প্রতিক প্রবণতা নিয়ে বৈজ্ঞানিক সেমিনারে উঠে আসে এসব তথ্য। তুলে ধরা হয় সংক্রমণের হার। ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে প্লাটিলেট পরীক্ষায় মনোযোগী না হয়ে উচ্চ রক্তচাপের দিকে মনোযোগী হওয়ার তাগিদ চিকিৎসকদের।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘কোভিডের কন্ডিশন সম্পর্কে আমাদের সবারই ধারণা রয়েছে। কিন্তু ডেঙ্গু কেন যেন এখন ম্যানেজমেন্টে খুব বেশি গুরুত্ব পাচ্ছে না।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যপক আবেদ হোসেন খান বলেন, ‘এডিস মশা নিধনে সরকারকে বেশি কনসেনট্রেট করতে হবে।’
কোভিডের নতুন ধরন দ্রুত সংক্রমিত হচ্ছ। এ পরিস্থিতিতে বুস্টার ডোজের পাশাপাশি কোভিডের ফ্লু ডোজ নেয়ার পরামর্শ চিকিৎসকদের।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শেখ ফজলে রাব্বি বলেন, ‘এখন যে কোভিডের সাব ভেরিয়েন্টগুলো দিয়ে কোভিড হচ্ছে এরা কোনোটারই আগের প্রাণঘাতি ভ্যারিয়েন্টগুলোর মতো তীব্রমাত্রার কোনো কোভিড করার সম্ভাবনা দেখা যাচ্ছে না। যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, হাঁপানি আছে, অতিকায় স্থূলতায় ভুগছেন তারা কোভিডের বুস্টার ডোজও নিবেন এবং ফ্লুশটও নিবেন।’
করোনা নিয়ন্ত্রণে টিকা প্রাপ্তিতে সংকট নেই। ডেঙ্গু, চিকনগুনিয়া এবং কোভিডের উপসর্গ প্রায় একই। অনেক ক্ষেত্রেই রোগ শনাক্তে কিটের মান ঠিক না থাকায় রোগ শনাক্ত কঠিন হয়ে পড়ছে বলছেন চিকিৎসকরা।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ডেঙ্গু, কোভিড, চিকনগুনিয়া, জিকা আলাদা করার জন্য অনেক কঠিন। কিছু কিছু লক্ষণ দেখা দিচ্ছে।’
ডেঙ্গু চিকিৎসা এবং শনাক্তে চিকিৎসা পদ্ধতির পরিবর্তনের পাশাপাশি পদ্ধতিগত পরিবর্তন প্রয়োজন। আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘আমাদের দেশের ডেঙ্গু ম্যানেজমেন্ট হয়ে গেছে প্লাটিলেট কেন্দ্রিক। হওয়ার কথা ছিল হেমাটোক্রিট কেন্দ্রিক।’
জিকা ভাইরাসের উপসর্গ হিসেবে ব্যথা রোগীর শরীর থেকে চলে গিয়ে ফের দুই বছর পর ফিরে আসতে পারে। এজন্য চিকিৎসকের পরামর্শের ছাড়া ওষুধ সেবন না করার পরামর্শ তাদের।