টিএসসিতে রাতে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণের ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ
দেশে এখন
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মঙ্গলবার (২৪ জুন) রাতে ককটেল বিস্ফোরণের ঘটেছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করা যায়নি।

এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। টিএসসি থেকে শুরু করে প্রক্টর অফিস পর্যন্ত মিছিল নিয়ে আসে সংগঠনটি।

পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক বলেন, ‘যারা ডাকসুকে বানচাল করতে চায় তাদের ছাড় দেয়া হবে না।’

জাতিকে নেতৃত্বহীন করতে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ বন্ধ রাখা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তীতে যখন তা প্রস্তুত তখন একটি অপশক্তি তা রুখে দিতে চাচ্ছে।’

এএইচ