ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বিগত সরকারের আমলে তিন শূন্যের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে দেয়া হয়নি। সামজিক ব্যবসা দিবস পালন করতে দেয়া হয়নি। ডোনেশনের মাধ্যমে নয়, সামাজিক ব্যবসার মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব। ’
তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্য দিয়ে। আমরা ভুল পথে চলছি, যেটি শেষ হবে ধ্বংসের মধ্য দিয়ে। তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে।’
এসময় চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান তিনি। নিজেদের প্রয়োজনে নতুন বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা স্বপ্ন দেখায় না। চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে।’
৩৮টি দেশের ১৮০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধিসহ এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে যোগ দেয়।