চার দফা দাবিতে আগারগাঁওয়ে চলছে মার্চ টু এনবিআর কর্মসূচি

এনবিআর ভবন
দেশে এখন
0

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে চলছে মার্চ টু এনবিআর কর্মসূচি। এনবিআরে জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করা, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, এনবিআরে প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিতসহ মোট চার দফা দাবিতে এ কর্মসূচি করছে এনবিআর ঐক্য পরিষদ।

আজ (শনিবার, ২৮ জুন) সকালে আগারগাঁওয়ের এনবিআর ভবনের নিচে এ কর্মসূচিতে অংশ নেন, সারাদেশ থেকে আসা রাজস্ব কর্মকর্তারা।

এসময় কর্মকর্তা বলছেন, দীর্ঘদিন ধরেই তারা আন্দোলন করে আসছেন, তবুও তাদের যৌক্তিক দাবি মেনে নেয়া হচ্ছে না।

আলোচনার পথ উন্মুক্ত রাখলেও তাদের সঙ্গে বসছে না অর্থ মন্ত্রণালয়। এদিকে আন্দোলনের কারণে দীর্ঘদিন ধরেই অনেকটা অচলাবস্থা এনবিআর অফিস।

সেজু