ঢাকা ক্লাবের নতুন সভাপতি শামীম হোসেন

ব্যবসায়ী শামীম হোসেন
দেশে এখন
2

ঢাকা ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) ওই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৫–২৬ মেয়াদে অভিজাত ক্লাবটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী শামীম হোসেন। ঢাকা ক্লাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের সভাপতি পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন শামীম। তিনি রবিন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালক। এছাড়া তিনি উত্তরা ক্লাবেরও সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সভাপতি ছাড়াও সদস্যদের ভোটে ২০২৫–২৬ সালের জন্য ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদও নির্বাচিত হয়।

ঢাকা ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ | ছবি: সংগৃহীত

পর্ষদের নবনির্বাচিত সদস্যরা হলেন তাজবির সালেহিন, মোহাম্মদ রবিউল ইসলাম আজাদ, তানভির আহমেদ মিকি, কুজেস্তা নুর–ই–নাহারিন, তুহিন রেজা, নাঈম মো. কাইয়ুম, ইসরাত হেলাল, মোজাহারুল হক শহিদ, মো. আমিনুর রেজা খান ও এহসানুল হক। নতুন কমিটি ২০২৫–২৬ মেয়াদে দায়িত্ব পালন করবে।

সেজু