১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে এককভাবে নির্বাচন

গাজী আতাউর রহমান
রাজনীতি
4

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন নিয়ে চলা টানাপোড়েনের মধ্যে জামায়াতে ইসলামীসহ আসন সমঝোতায় থাকা ১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া ২৬৮টি আসনে দলটি এককভাবে নির্বাচন করবে বলেও জানিয়েছে। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

তিনি বলেন, ‘জামায়াত শক্তিশালী দল, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিকভাবে তাদের চেয়ে শক্তিশালী। শরীয়াহ আইন বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির। আল্লাহর আইন থেকে সরে গেছে তারা।’

এছাড়া নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৬৮টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করবে বলেও জানান তিনি। বলেন, ‘যেসব প্রার্থী বৈধ হয়েছে তারা সবাই দল থেকে নির্বাচনে অংশ নেবেন।’

আরও পড়ুন:

গাজী আতাউর রহমান বলেন, ‘ওয়ানবক্স পলিসি ভিন্নখাতে চলে গেছে। ১১ দলীয় জোটের লক্ষ্য অর্জিত হয়নি। ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার স্বীকার হয়েছি।’

তিনি বলেন, ‘প্রচলিত আইনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে না। শরীয়া আইন বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির। তিনি খ্রিষ্টান ধর্মের প্রতিনিধিদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে তারা দাবি করেছেন, আল্লাহর আইন থেকে সরে গেছে জামায়াত।’

এসএস